কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন পালন করল- দুধকুমার ফাউন্ডেশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ১১ জ্যৈষ্ঠ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয় ‘নজরুলজয়ন্তী’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ কুড়িগ্রাম জেলার কচাকাটায় পাবলিক লাইব্রেরি প্রঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে “সাহিত্য আসর” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক, ব্যাংকার, দুধকুমার ফাউন্ডেশন ও কচাকাটা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমান, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কবি জনাব আসতাব হোসেন।
প্রধান আলোচক বলেন, পাঠাগার হচ্ছে জ্ঞানের খাঁচা আর পাঠকরা হচ্ছে পাঠাগারের সাঁজ সজ্জা। যতবেশি পাঠক সাহিত্যের মধ্যে জড়িয়ে থাকবেন ততবেশি মানবিক গুনাবলি প্রষ্ফুটিত হবে। কবিদের কোন জাতভেদ থাকে না থাকে শুধু আদর্শ। তাই আদর্শ মানুষ গড়ার জন্য সাহিত্যের সাথে থাকতে হবে।
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন শিক্ষক আলফাজ আলম, অধ্যাপক হলে শহিদুল ইসলাম, প্রভাষক কাজী নজরুল ইসলাম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী নুরে আলম সিদ্দিক, সাংবাদিক ও লেখক আরমান আলী, রুহুল আমিন, জহুরুল ইসলাম, প্রভাষক সামছুল হক, শিক্ষক রাহিমুল ইসলাম, শরিফুল ইসলাম, শিক্ষক মোস্তাফিজুর রহমান রন্জু,স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব, কবি ও ছড়াকার আতাউর রহমান, ছড়াকার ও সমাজকর্মী সাইমুম হাবিব, মাহমুদউল্লাহ রিয়াদ, রেজাউল ইসলাম নাইম, আনিসুর রহমান প্রমুখ।