ইসরায়েলি আগ্রাসনঃ দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সরকারি জনতা কলেজের সামনে লেবুখালী-বগা মহাসড়কে মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে ও দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সুমন শরীফ, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন, ওবায়দুল ইসলাম ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মোড়লরা চুপ করে আছে। তারা অবিলম্বে ইসরায়েলের এ বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ। এসময় ফিলিস্তিন স্বাধীন ও শান্তিপূর্ণ না হওয়া পর্যন্ত এ গণজাগরণ অব্যাহত থাকবে বলেও জানান তারা।