ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩,আহত ২

একুশে বার্তা ডেস্ক
জুন ১৯, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসাইন: কক্সবাজারে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। যার মধ্যে কুতুবদিয়ায় ২ জন নিহত ও ২ জন আহত হন। পেকুয়ায় নিহত হয়েছে আরো একজন। গতকাল রোববার দুপুর ১ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর পুত্র মো. ইমতিয়াজ (২৫), মো. ছাবেরের পুত্র মো. করিম (২৫), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সরতঘোনা এলাকার আলী হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৩২)।
আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর পুত্র রমিজ (৩৬) ও আক্কাছ (২২)।

কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় নৌকা মেরামতের কাজ করার সময় ৪ জন আহত হন। এদের কুতুবদিয়া হাসপাতালে আনা হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মৃত ২ জন সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় অপর ২ জন চিকিৎসাধিন রয়েছে।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x