ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

একুশে বার্তা
নভেম্বর ১১, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মাহেন্দ্রের (থ্রি-হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে রূপসা উপজেলার রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী। তার বাড়ি বটিয়াঘাটার জলমায়।

পুলিশ জানিয়েছে নিহত নজরুল ইসলামের বাড়ি তেরখাদা উপজেলার আলাইপুর মল্লিক বাড়িতে। বাবার নাম ইউসুফ মল্লিক। তিনি ফকিরহাট থাকার গাড়িচালক ছিলেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তার।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x