শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা: লতিফুর রহমানের হৃদয়স্পর্শী কবিতা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে কবি লতিফুর রহমানের লেখা একটি মর্মস্পর্শী কবিতা দেশবাসীর মনে গভীর রেখাপাত করেছে। “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে” শীর্ষক এই কবিতাটিতে কবি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বেদনার চিত্র তুলে ধরেছেন, যা জিয়াউর রহমানের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে
ধনের জন্য ধনী কাঁদে,
ক্ষুধার জন্য ক্ষুধার্ত কাঁদে,
প্রেমের জন্য মন কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।
জ্ঞানের জন্য জ্ঞানী কাঁদে,
শান্তির জন্য বিদ্রোহী কাঁদে,
মুক্তির জন্য বন্দী কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।
ন্যায়ের জন্য বিচারক কাঁদে,
সত্যের জন্য সাংবাদিক কাঁদে,
স্বপ্নের জন্য তরুণ কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।
দেশের জন্য সৈনিক কাঁদে,
মানুষের জন্য মানবতা কাঁদে,
স্মৃতির জন্য হৃদয় কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।
ভোরের জন্য রাত কাঁদে,
আলোর জন্য আঁধার কাঁদে,
মিলনের জন্য বিরহ কাঁদে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।