ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রামুতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি কমল উন্নয়নের মাধ্যমে কক্সবাজার-রামুকে সাঁজানো হবে

একুশে বার্তা
অক্টোবর ৩১, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

রামু প্রতিনিধি:
রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা- সোনাইছড়ি মফিজুর রহমান সড়কে ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে এইচবিবি দ্বারা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি |

৩০ অক্টোবর, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পাঞ্জেখানা বাজার চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার -৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য অালহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার – রামুর জনগণের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে বলেই এতদ অঞ্চলের প্রতিটি গ্রামে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে | এখানে সেনানিবাস প্রতিষ্ঠা হওয়ায় এই এলাকার ছাত্র-ছাত্রীরা
সেনা কর্মকর্তা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখে |

তিনি বলেন, মফিজুর রহমান চেয়ারম্যান একজন পরিশ্রমী মানুষ | তিনি সার্বক্ষণিক রাজারকুলের উন্নয়ন ও ন্যায় বিচারে সদা সচেষ্ট থাকেন | আমরা মফিজ চেয়ারম্যানের মাধ্যমে রাজারকুলকে ঢেলে সাঁজাতে চাই | এমপি কমল বলেন, এই এলাকায় ভূমিদস্যুতা, ধর্ষক, অসামাজিক কাজে যারা জডিত তাদের বয়কট করতে হবে |

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তারেক সরওয়ার, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্থানীয় মুরুব্বী আলহাজ্ব হামিদুল হক |

রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসেক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে মৌলানা আব্দুর রশিদ হক্কানী, রাজারকুল ইউনিয়ন পরিষদের শাহাব উদ্দিন মেম্বার, রিটন বড়ুয়া মেম্বার, ছৈয়দ নুর মেম্বার, স্থানীয় মুরুব্বী শামসুলা আলম, ঠিকাদার নাছির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |

বিকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু জাদিপাড়া আর্য্যবংশ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন |
ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মানুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য বিজন বড়ুয়াকে সংবর্ধিত করা হয় | দিনব্যাপী অায়োজনে প্রধান ধর্মদেশক ছিলেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের | এতে ধর্মদেশনা করেন, শীলপ্রিয় মহাথের, প্রজ্ঞাবোধি মহাথের প্রমুখ ভিক্ষুসংঘ ধর্মদেশনা করেন |

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x