রাজশাহীতে হাইয়্যা আলাল ফালহার ফুড প্যাকেজ বিতরণ

শুক্রবার (১৪ মার্চ ) মানবিক সংগঠন হাইয়্যা আলাল ফালহার উদ্যোগে রাজশাহী জেলার মতিহার থানাধীন ধরমপুর, ডাঁশমারী এবং মির্জাপুর এলাকার সায়রা খাতুন মহিলা বালিকা বিদ্যালয় এবং মির্জাপুর হাই স্কুলে ১৪০
অসহায়, গরীব ও দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ফুড প্যাকেজের মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন , তেল, পেয়াজ, খেজুর, ছোলা ও আলু মোট আটটি প্যাকেজ বিতরন করেন।
হাইয়্যা আলাল ফালহা উত্তরবঙ্গের ১৮টি জেলায় ফুড প্যাকেজ বিতরণ করছে । হাইয়্যা আলাল ফালহার বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা আইডিয়াল হোম রয়েছে সেখানে এতিম বাচ্চারা বিনামূলে পড়াশোনা এবং তাদের যাবতীয় খরচ বহন করেন।
রাজশাহী জেলা প্রতিনিধি হাইয়্যা আলাল ফালহার সিইও রাবেয়া বশরী ওহী ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন ম্যাডামের পুরো পরিবারকে সুস্থ এবং হেফাজত রাখেন ও তাদের রিজিকে আরো বরকত দিন। রাজশাহী জেলা প্রতিনিধি,হাইয়্যা আলাল ফালহার সকল দাতাদের জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন সকল দাতাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করুক। আমিন।