ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ভবন নির্মানে জমির আবেদন জানিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: রামু প্রেস ক্লাবের ভবন নির্মানের জন্য জমি ব্যবহারের অনুমতি প্রদানের আবেদন জানিয়ে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার, ২৩ জুন বিকাল ৩ টায় রামু উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলকে ফুলেল শুভেচ্ছা জানান রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ সহ সকল সদস্যবৃন্দ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে রামু উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন এবং জনকল্যাণমুখি সংবাদ পরিবেশনের আহবান জানান। তিনি রামু প্রেস ক্লাবের জন্য একটি ভবন নির্মাণে জমি প্রদানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন- রামু উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সমস্যা-সম্ভাবনা ও সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রকাশে ভূমিকা রাখছে রামু প্রেসক্লাবের সদস্যরা। দূঃখজনক হলেও সত্য যে, রামু প্রেসক্লাবের নিজস্ব কোন ভবন বা জমি নেই। তৎকালীন সময়ে রামু পাবলিক লাইব্রেরীর একটি জরাজীর্ণ কক্ষ রামু প্রেসক্লাব কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। ওই কক্ষটি বর্তমানে ব্যবহারযোগ্য নয়। সদস্য সংখ্যা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার জন্য সুন্দর ও পরিচ্ছন্ন স্থানে রামু প্রেসক্লাব ভবন নির্মাণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এজন্য রামু উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক খন্ড জমিতে রামু প্রেসক্লাব ভবন নির্মাণ করার অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা প্রদানের আবেদন জানাচ্ছি। রামুতে একটি প্রেসক্লাব ভবন নির্মিত হলে, রামু প্রেস ক্লাবের সদস্যরা উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে পর্যটন শিল্পের বিকাশ, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়নে ও জনকল্যাণে আরো বেশী কার্যকর ভূমিকা রাখতে পারবে। এসময় রামু প্রেস ক্লাব ভবন নির্মানের জন্য জমি ব্যবহারের অনুমতি প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যানে সোহেল সরওয়ার কাজলের কাছে লিখিত আবেদন প্রদান করেন রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ। একইদিন বিকাল ৪ টায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রামু প্রেস ক্লাব ভবন নির্মানের জন্য জমি ব্যবহারের অনুমতি প্রদানের জন্য লিখিত আবেদন দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ), সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ (দৈনিক আমাদের সময়, দৈনিক কক্সবাজার), রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), সাবেক সাধারণ সম্পাদক এইচবি পান্থ (সুপ্রভাত বাংলাদেশ), রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আবদুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (সিবিএন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক কক্সবাজার বার্তা), সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম (আজকের দেশবিদেশ), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা), সদস্য প্রসূন বড়ুয়া (নবান্ন টিভি), আহমদ ছৈয়দ ফরমান (দৈনিক হিমছড়ি), এসএম হুমায়ন কবির (দৈনিক জনতা), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন), এমএইচ আরমান (দৈনিক মেহেদী), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), সুজন চক্রবর্তী (দৈনিক কক্সবাজারর ৭১) ও মো. আবদুল্লাহ (দৈনিক মেহেদী), সহযোগী সদস্য হাবিবুর রহমান সোহেল ও প্রকাশ সিকদার। বিকালে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ চা চক্রে মিলিত হন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x