ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর

একুশে বার্তা
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার মাতুয়াইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে বাসচালকের সহকারীর। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫)।

মারা যাওয়া চালকের সহকারীর নাম আবদুল কুদ্দুস (৪৫)। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান আছে।

আহত সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি যখন মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে আসে, তখন বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর বাসের হেলপার কুদ্দুস আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কুদ্দুস মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বলেন, দুর্ঘটনার কবলে পড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালকই পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x