ফিলিস্তীনে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বর্জন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান। আফসোস মুসলিম বিশ্ব! তাকিয়ে দেখছে বিশ্ব। সারা দেশের ন্যায় দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের গাঁজায় বর্বর গনহত্যার প্রতিবাদে বিহ্মোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা এ বিক্রম মিছিলে অংশগ্রহণ করে দিনাজপুর। বিহ্মোভ মিছিলটি দিনাজপুর দশ মাইল মহাসড়কে প্রদহ্মিন শেষে হাজী দানেশ কলেজ ক্যাম্পাসের ফোয়ারা চত্বরে এসে সমাবেশ করে।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিহ্মার্থীরা তাদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। মাস্টার্সের পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন করেছে। ফিলিস্তীনে গণহত্যার প্রতিবাদে অত্র বিশ্ববিদ্যালয় ২৪ ব্যাচের ছাত্রী আর্নিকা তাবাসসুম ও তাকিয়া তাবাসসুম এসেছিলেন আন্দোলনে অংশ নিতে। তাদের মনে অনেক চাপা খোভ দেখা গেছে। তারা বলেছে এত নির্বিচারে হত্যা তারা মানতে পারছেন না।
উক্ত সমাবেশে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিহ্মক, কর্মচারী, কর্মকর্তাগন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জল হোসেন তপু, ছাত্রশিবিরের শেখ রিয়াদ ও রেজাউল হক ও সাধারন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।