ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

পেকুয়ায় অভিযান পরিচালনা করায় বনকর্তা ও সুফলভোগিদের মামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুলাই ৩, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জের পূর্ব পাহাড়িয়াখালী এলাকায় বনবিভাগের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা (দালান) নির্মাণ করে ইলিয়াস উদ্দিন সুমন।

গত ১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বারবাকিয়া রেঞ্জের বনবিট কর্মর্কতা আমীর হোছাইন গজনবীর নেতৃত্বে বনকর্মী ও সুফলভোগীর সদস্যদের নিয়ে উপজেলার টৈটং ইউপির পূর্ব ধনিয়াকাটা এলাকার মোঃ ইসমাঈলের ছেলে ইলিয়াস উদ্দিন সুমনের নির্মিত স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে স্থাপনা নির্মাণ না করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সময় বারবাকিয়া রেঞ্জের সুফলভোগীর সভাপতি জমির উদ্দিন টৈটং কমিটির সভাপতি আবদু রহিম সহ দুই কমিটির ১২২ জন সদস্য ও বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করায় বনকর্মকর্তাসহ সুফলভোগীদের মামলা ও হামলার হুমকি প্রদান করে আসছে ইলিয়াস উদ্দিন সুমন এমন অভিযোগ তুলেছেেন মানববন্ধনে উপস্থিত বনকর্মকর্তা ও সুফলভোগীর সদস্যরা।

এ সময় জমির উদ্দিন বলেন, সরকারের অনুমোদন পেয়ে এবং বনায়নের সুফলভোগীদের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার অধীনে বনায়ন ও বনভূমি রক্ষায় আমাদের দায়িত্ব অব্যাহত আছে। তবে ইলিয়াস উদ্দিন সুমন হামলা ও মামলার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

বিট কর্মকর্তা আমীর হোছাইন গজনবী বলেন, সরকারি সংরক্ষিত জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করায় রেঞ্জার হাবিবুল হকের নির্দেশনায় অভিযান পরিচালনা করি এবং তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এ প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে ইলিয়াস এবং প্রভাশালী নেতাদের দিয়ে হুমকি দিচ্ছে অনবরত। তাই আমরা তার হুমকিতে শংকিত হয়ে সুফলভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে এ মানববন্ধনে মিলিত হয়েছি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x