চট্টগ্রাম ব্যুরো চীফ:
চট্টগ্রামের পতেঙ্গায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির (৩৯) নামে এক মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রবিবার রাতে দক্ষিণ পতেঙ্গা ভি আই পি রোডের কমিশনার ঘাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে উদ্ধারকৃত
মাদকদ্রব্যসহ পতেঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মনির ছালে আহাম্মদ কমিশনার বাড়ীর মো: ওবাইদুলের ছেলে।
পুলিশ জানায়,মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সহকারী পুলিশ সুপার এ.এস.এম নূরুল আলম তালুকদার এর
নেতৃত্বে এবং এসআই প্রিয়তোষ কান্তি দাশ ও ফোর্সের সহায়তায় দক্ষিণ পতেঙ্গা ভি আই পি রোডের কমিশনার ঘাটা নামক স্থানের উত্তর পার্শ্বে চলাচলের রাস্তার
উপর হতে মোহাম্মদ মনির নামে এক মাদক ব্যবসায়ীকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।পরে এসআই (নিরস্ত্র) প্রিয়তোষ কান্তি দাশ বাদী হয়ে
পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।