নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকার কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস, যিনি একদিন আকাশে উড়ার স্বপ্ন দেখেছিলেন। ২০১৪ সালে এসএসসি পাস করার পর চাকরিতে চলে গিয়েছিলেন, কিন্তু তার হৃদয়ে এক অদম্য আগ্রহ ছিল আকাশে উড়তে। বিমানে ওঠার স্বপ্ন, যা কখনও সম্ভব হবে না বলে তিনি ভেবেছিলেন, তা পূরণ করতে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করেন।
নিজের মেধা এবং ইউটিউবের সহায়তায় মাত্র দেড় লাখ টাকা খরচে প্লেন তৈরি করতে শুরু করেন জুলহাস। প্রায় চার বছরের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পর অবশেষে তৈরি হয় তার স্বপ্নের প্লেন।
গতকাল, ৪ মার্চ, জুলহাস তার তৈরি প্লেনটি চালিয়ে এলাকাবাসীকে অবাক করে দেন। ভূমি থেকে ৩০ ফুট উঁচু দিয়ে প্রায় ১ কিলোমিটার পথ উড়ে তার স্বপ্ন পূর্ণ হলো।
জুলহাসের মা বলেন, “আমার ছেলের তৈরি প্লেন দেখতে চরে কত লোক এসেছে। আমার যে কী ভালো লাগছে, বলে বোঝাতে পারব না।” কথা বলতে বলতে তার চোখে আনন্দের জল চলে আসে।
এলাকাবাসী জানান, তারা কখনোই ভাবেননি যে, জুলহাস এমন কিছু করতে পারবেন। মনির হোসেন নামে একজন জানান, “জুলহাস পঞ্চম ভাই, এসএসসি পাসের পর অর্থাভাবে আর পড়াশোনা করতে পারেনি। তবে, লেখাপড়া করতে পারলে আরও বড় কিছু হতে পারতো।”
এদিন, জুলহাসের উদ্ভাবনী চিন্তা দেখতে মানিকগঞ্জের জাফরগঞ্জ চরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনসহ অনেক নারী-পুরুষ। তারা জুলহাসের এই চমকপ্রদ সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন।
এটি শুধু একটি প্লেন নয়, এটি একটি স্বপ্ন, যা বাস্তবে রূপ নিয়েছে। জুলহাসের এই উদ্ভাবনী চিন্তা আমাদের শিখিয়েছে, কাজের প্রতি নিবেদন এবং ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি আরও বড় কিছু করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন।