ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ প্রতিবাদ

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ, ১০ মার্চ ২০২৫
মাগুরায় ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করার পর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে আজ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাধারণ জনগণ।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সামাজিক সংগঠন, এবং স্থানীয় সচেতন নাগরিকদের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে স্লোগান দেন, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড”, “শিশুদের নিরাপত্তা চাই”, “ধর্ষণ বন্ধ কর, শাস্তি মৃত্যুদণ্ড” ইত্যাদি।
প্রতিবাদকারীরা ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। বক্তারা বলেন, “ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। আমাদের শিশুরা নিরাপদ নয়, সমাজে এ ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে, তাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে।”
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও সরকারকে তাগিদ দেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে সাধারণ জনগণের ব্যাপক সমর্থন দেখা যায়।
সমাবেশের সময় ও স্থান:
তারিখ:১০ মার্চ ২০২৫
স্থান:চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস
সময়:সকাল ১০:৩০
চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণ আশা করছেন, এই প্রতিবাদ কর্মসূচি সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।