দিনাজপুর পুলিশ লাইনে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
দিনাজপুর পুলিশ লাইনে হল রুমে আজ ২৫ রমজানে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি রমজানে সকল পুলিশ একসাথে ইফতারি করে থাকে। একটি একটি আনন্দময় মূহুর্ত। কেননা এদিনে কনস্টেবল থেকে এস.পি সকলে একসাথে ইফতারি করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন, আব্দুল্লাহ আল মাসুম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াড়াও অনেক গন্যমান্য ব্যাক্তি ও প্রেসক্লাবের সেক্রেটারি, সাংবাদিকবৃন্দ ও অনেকে উপস্থিত ছিলেন। এখানে সকল দেশ বাসীর জন্য মঙ্গল কামনা করে দোওয়া করা হয়েছে।