দিনাজপুর জেলা কমিটি গঠন আলোচনা সভা ইফতার মাহফিল


দিনাজপুর জেলা কমিটি গঠন আলোচনা সভা ইফতার মাহফিল।
আজ শুক্রবার ০৭-০৩-২০২৫ এ বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিল প্রস্তুতি কমিটি:-
আহ্বায়ক: আকাশ রায়
যুগ্ম আহ্বায়ক: কামরুজ জামান
সদস্য সচিব: শাকিরুল ইসলাম শাকি
যুগ্ম সদস্য সচিব : অর্নব রায়
সংগঠক:মোস্তাফিজুর রহমান
সাংগঠনিক কমিটি:-
আহ্বায়ক :কৃতজ্ঞ রাজ
সদস্য সচিব: রাহান ইসলাম
সংগঠক: জুবায়ের ইসলাম সিহাব
অর্থ কমিটি:-
আহ্বায়ক : আসিফ ইসলাম
সদস্য সচিব : হুমায়ুন কবির
সদস্য : শরিফ ইসলাম
দপ্তর কমিটি:-
আহ্বায়ক : মোঃ আল আমিন
সদস্য সচিব:মোকাদ্দেছ ইসলাম
সদস্য : রিদয় হাসান
পাঠচক্র কমিটি:-
আহ্বায়ক : কামরুজ জামান
সদস্য সচিব : আকাশ রায়
সদস্য : আবু বকর সরদার রাজ
আপ্যায়ন কমিটি:-
আহ্বায়ক :মাহামিদুল ইসলাম সাব্বির
সদস্য সচিব :সিহাব ইসলাম
সদস্য: অন্তর রায় তপু
এই কমিটি আগামী ০৩ মাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে সম্মেলনের মাধ্যমে।
উক্ত কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক।