দিনাজপুর ছাত্র/ ছাত্রী বাস ভাড়া হাফপাসের দাবি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময়ই শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক আকাশ চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক কামরুজ জামান সরকার, সংগঠক কৃতজ্ঞ রাজ আর তাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক। তাঁরা দিনাজপুরের বাস মালিক সভাপতির সাথে হাফপাসের দাবি নিয়ে সাক্ষাৎ করেন । সভাপতি কাছে স্মারকলিপি প্রদান করেন।
কিভাবে শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা যায়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিভিন্ন অঞ্চলে এই দাবিতে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা কমিটিও কাজ করে যাবে।
- বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুর জেলা শাখা হাফপাসের দাবি নিয়ে কাজ করে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।