গলাচিপা’র অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৯নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১ টায় সারাদেশের ন্যায় অবৈধ ইট ভাটা অপসারণের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে নলুয়াবাগী এলাকায় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় BBC ইট ভাটাটি যৌথ মালিকানাধীন এরশাদ মোল্লা, বশির তালুকদার মজিবর গাজী ও মনির ঢালী বহুদিন ধরে অবৈধ ভাবে পরিচালনা করে আসছেন। তাদের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। এলাকার পরিবেশ নষ্ট সহ ভাটার পাশেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
অন্য দিকে বন উজার করে কাঠ দিয়ে পোড়ানো হয় বিভিন্ন ইটভাটায় ইট। যেখানে কয়লা দিয়ে পুড়ানো কথা সেখানে তারা কাঠ ব্যবহার করেন ইটভাটায়। ইট ভাটায় ৩ লাখ ইট পোড়ানো আছে। এছাড়াও ২ লাখ ইট পোড়ানো হয়নি প্রশাসন ঐ কাঁচা ইট গুলো ভেঙে গুড়িয়ে দেয় ও টিনের চিমনটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। তবে উপজেলা প্রশাসন তাদেরকে কোন জরিমানা করেনি বলে জানা যায়।
বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, অবৈধ ইট ভাটা এই উপজেলায় যেখানেই আছে সেগুলোকে আইনি প্রক্রিয়া ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।