কুষ্টিয়ায় বিএনপি নেতার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় বিএনপি নেতার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবস্থিত জয়মন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-কে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানী।
সোমবার (৩ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কুষ্টিয়া সিভিল সার্জন, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, ক্লিনিকটিতে অভিজ্ঞ প্যাথলজিস্ট, নার্স বা ডাক্তার নেই, নোংরা পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং বেশকিছু অনুমোদনহীন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এসব অনিয়মের ভিত্তিতে মেডিকেল প্র্যাকটিস ১৯৮২ অধ্যাদেশ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করে ক্লিনিকটি সিলগালা করা হয়।
অভিযান প্রধান মহসিন উদ্দিন বলেন, “প্রতিষ্ঠানটি ত্রুটিপূর্ণ থাকায় জরিমানা ও সিলগালা করা হয়েছে। পরবর্তীতে ত্রুটিগুলো সংশোধন করলে ক্লিনিক চালুর অনুমতি দেওয়া হবে।”
রোগীদের জন্য ব্যবস্থাঃ
রোগীদের ভোগান্তি কমাতে জয়মন ক্লিনিকের রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।