নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) হোটেল-মোটেল জোনের কুটুমবাড়ি(কক্স) রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ।
কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মুনাজাত করেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ সাইমুন আমিন।
ইফতার মাহফিলে কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন কুটুমবাড়ি(কক্স) রেস্টুরেন্টোর সত্বাধিকারী লায়ন নুরুল কবির পাশা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মেহেদী পত্রিকার সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম আর আই সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, সদস্য মীর মোশারফ হোসেন, নুরুল আবছার, বুলবুল সিকদার, রমজান আলী, আব্দুল গফুর, ইয়াছিন আরাফাত, ইফতেখারুল ইসলাম জুয়েল, মো: রাসেলসহ সংগঠনের সদস্য বৃন্দ।
এছাড়া এশিয়ান টিভির প্রতিনিধি ওসমান গনী ইলি
সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।