শাকুর মাহমুদ চৌধুরীঃ কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের শিয়ালিয়া পাড়া এলাকায় খালে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ জুন রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতরা হলো শিয়ালিয়া পাড়ার লাল মিয়ার কন্যা সুমাইয়া আক্তার (৮) ও ছৈয়দ করিমের ছেলে ফাহিম (৫) গ্রাম বাসী সূত্রে জানা গেছে রবিবার দুপুরে স্থানীয় খালে গোসল করতে যায় সুমাইয়া ও ফাহিম পরে বিকাল পর্যন্ত তারা বাড়িতে ফিরে না এলে তাদের খোঁজা হয়। পরে গ্রামবাসী খালে দুটি লাশ দেখতে পেলে তা তুলে আনলে জানা যায় তারাই সুমাইয়া ফাহিম।
পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এটা খুবই দুঃখ জনক ঘটনা সোমবার সকালে তাদের লাশ দাফন করা হবে। এদিকে এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।