বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।তফসিল মতে ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫ টা পর্যন্ত চলে।উখিয়া উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।উক্ত ওয়ার্ডের ভোটার সংখ্যা ছিল ৪ হাজার,৪ শত ৫০ জন।তৎমধ্যে সাড়ে তিনহাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ভোটের মাঠে ছিল মুলত ৪ জন প্রার্থী।ভোটের ফলাফলে হেলাল উদ্দিন (মোরগ) প্রতীকে ২০৯৮ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদন্ধি নুরুল হক খান আপেল প্রতীকে পান ১০১৯ ভোট।উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন ভোটের ফলাফল নিশ্চিত করেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।