মুহাম্মদ ইউসুফ: প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১০ ডিসেম্বর রোজ শনিবার ঈদগড় বাজার প্রাঙ্গনে ঈদগড় ভাই ভাই ফার্ণিচার মিস্ত্রি সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ১৪তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ , উক্ত মাহফিলের প্রস্তুতি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (বাজার প্রাঙ্গণ) সংগঠনের উপদেষ্টা সৌদি প্রবাসী শামসুল আলমের আব্বা বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ হোসের এর সভাপতিত্বে মুহাম্মদ ইউসুফ এর পরিচালনায় শুরুতে আল করআন থেকে তেলওয়াত করেন সমিতির সদস্য সিকান্দর বাদশা, সংক্ষিপ্ত কুরআন হাদিসের আলোকে আলোচনা ও মোনাজাত করেন ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও চরপাড়া মাদরাসার শিক্ষক হযরত মাওঃ হাফেজ আনাচ মোস্তাক সাহেব। উপস্তিত ছিলেন ৪নং ওয়ার্ড এমইউপি এম বেলাল উদ্দীন, ৩নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন সিকদার,সাবেক মেম্বার শাহাব উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন মানিক,রিফাত করিম,আবুল কাশেম মিন্টু,মোঃ শাহাজাহান,আমির হোসেন,তৈয়ব উল্লাহ,ছৈয়দ হোসেন চৌঃ,শহিদুল্লাহ,হাসান,ছোটন,কাজল,জসিম,মিজান,নিসান,রমজান সহ সকল সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়,সভায় বিগত বছরের হিসাব পেশ করা হয় ও আগামী মাহফিলের বাজেট ঘোষনা করা হয়,
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সমিতির সভাপতি জসিম উদ্দিন (গুরামিয়া) সেক্রেটারী নাছির উদ্দীন পিন্টু।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।