ঢাকাশনিবার , ৯ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

পেকুয়ায় দখলীয় জমি জবরদখল নিতে বৃদ্ধাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউপির ফাঁসিয়াখালী আন্নার আলী পাড়া এলাকার নেছার উদ্দিনের দখলীয় বসত বাড়ির পার্শ্বের জমি জবর দখলের নিতে তার শাশুড়ী মতুর্জা বেগম (৩০) কে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (০৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা বারবাকিয়া ইউপির ফাঁসিয়াখালী আন্নার আলী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামকারীরা হলেন, উপজেলার বারবাকিয়া ইউপির ফাঁসিয়াখালী আন্নার আলী পাড়া এলাকার মৃত কাছিম আলীর পুত্র মাহামুদুল করিম,বদিউল আলম,রুহুল আমিনের পুত্র সাজ্জাদ হোছাইন সহ ৩/৪ জন।

আহত মর্তুজা বেগম বলেন,দীর্ঘ দিন ধরে আমার মেয়ে ও মেয়ের জামাইর বসত বাড়ি পার্শ্বের জমি নিয়ে মাহামুদুল করিম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরুদ্ধ চলে আসছিল।এই নিয়ে ইউনিয়ন পরিষদের কয়েক বার শালিশী বৈঠক হয়। শেষ বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে এই জয়গা আমার মেয়ের জামাই পক্ষে লিখিত রায় ঘোষণা করেন। পরে আজ দিনদুপুরে তার পরিকল্পিতভাবে তারা জমি জবরদখলে নিতে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুটিয়ে দেয়,এবং ঘেরা বেড়া ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।
ঔ সময় তাদের বাঁধা দিলে আমার মেয়ের জামাই কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে, তার চিৎকার চেচামেচি শুনে আমি এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমাকেও কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে।পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরে তাদের মধ্যে বসতবাড়ী সীমানার পার্শ্ববর্তী দখলীয় জমি নিয়ে বিরুদ্ধ চলে আসছে।এ নিয়ে ইউনিয়ন পরিষদের কয়ক দফা বৈঠক হয়,পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিথিতে নেছার উদ্দিনের পক্ষে লিখিত রায় ঘোষণা করেন। ঔ রায়ের পর তারা ক্ষিপ্ত হয়ে
আজ সকাল সাড়ে নয়টার দিকে নেছারে বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে গুটিয়ে দিয়েছেন মাহামুদুল করিম গংরা।

উক্ত ঘটনায় আহত স্বামী আবু ছৈয়দ বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানা।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী জানান, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x