ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

 ৮ মাসেও উদ্ধার হয়নি ২২ ভরি স্বর্ণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ৮ মাসেও চুরি যাওয়া ২২ ভরি স্বর্ণ উদ্ধার করতে পারছে না রানীশংকৈল থানা পুলিশ |

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি গ্রামের আমেরিকা প্রবাসি শরিফুজ্জামানের বাসা থেকে গত ২৩ ডিসেম্বর/২৩, ২২ ভরি স্বর্ণ, ১লক্ষ টাকা ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি হলে প্রবাসীর পিতা তোফাজ্জ্বল হোসেন ওইদিনেই রাণীশংকৈল থানায় মামলা করেন যার মামলা নং -০১/০১,০২-০১-২০২৪ ** । পরবর্তী এক সপ্তাহেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বাদী বিষয়টি জেলা পুলিশ

সুপারকে অবহিত করেন। এর এক মাস পর
পুলিশ বসতপুরের শাহজাহান ও বাদির ভাতিজা
ফরিদ এবং ফরহাদ নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
কিন্তু তারা কিছুদিন জেল খেটে বের হয়ে আসে।
বর্তমানে বাদি ও তার পরিবারকে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে বলে বাদিপক্ষ সাংবাদিকদের বিষয়টি জানান। এজন্য তারা আতংকে দিনযাপন করছেন।ওই স্বর্ণ উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আশানুরূপ পদক্ষেপ বা লক্ষ্মণ নেই বলে
সম্প্রতি তোফাজ্জল হোসেন সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন জানান। তবে বাদীপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে মামলার তদন্তনাধীন এসআই মুরাদকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, ইতিমধ্যে সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে | তদন্তের কাজ
অব্যাহত আছে।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x