ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, (পিপিএম -সেবা) মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় একটি চৌকস দল ঠাকুরগাঁও (ডিবি) পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন, (আলম)(৩৫) কে আটক করে |
গত ৯ জুন (রবিবার) রানীশংকৈল থানাধীন ৬নং কাশিপুর ইউপির অন্তর্গত শান্তিপুর (ললতই পুর) গ্রামের ললতই ব্রীজের পশ্চিম পার্শ্বে শফিকুল ইসলামের পুকুর সংলগ্ন নেকমরদ টু বটতলী বাজার গামী পাকা রাস্তার উপর থেকে (৪০ )পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আলমগীর হোসেন ( আলম) কে আটক করে পুলিশ |
আটককৃত মাদককারবারি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর (গান্ডিকারী) গ্রামের শহিদুল ইসলামের ছেলে |
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা জানান– গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে |
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।