ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রাজশাহীর পবায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৬, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফুটার সাথে সাথে বিভিন্ন দল, প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ সদস্য ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন। এতে অংশ নেন পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুন মনির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান, পবা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, পবা সাব রেজিস্টার রওশন আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, প্রধান শিক্ষক ওমর আলী, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা যুবলীগ সভাপতি মো. এমদাদুল হক, পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক প্রমুখ। পরে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার পর ও কুচকওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে বিজয় দিবসের উৎসব পালন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন বিকালে একই মাঠে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে শপথ গ্রহণ করেন পবা উপজেলার হাজারো মানুষ। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এমপি পত্নী এলিজা আকতার পলিসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধিজনসহ সর্বস্তরের জনগণ।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x