মহাশূন্যের বক্ষভূমি বিত্তবৈভবে পূর্ণ,
শান্তি বিনাশি সম্পদ লোভী সেখানে নেই।
গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জের অবাধ বিচরণ
উন্মুক্ত বলয়ে বন্ধনহীন পথে, নির্ঝঞ্ঝাটে।
অদৃশ্য এক মহাশক্তির অদৃশ্য প্রভাবে নিয়ন্ত্রিত মহাশূন্য।
পৃথিবী মহাশূন্যের ক্ষুদ্র জ্ঞাতি,
সময়ের পরিমাপে পরিমিত কক্ষপথে আবর্তিত।
যেখানে বাস করে মাথাবড় জাতি।
পৃথিবীর কিঞ্চিৎ গতি বাড়ানো কমানোর শক্তি মানুষের নেই।
তবু তারা বিত্ত আর ক্ষমতার মোহে শক্তি প্রদর্শনে মত্ত।
নদী, সাগর, পাহাড়, প্রান্তর – রক্তাক্ত ক্ষতবিক্ষত;
দেশ ও মহাদেশ, জাতি-ধর্ম-বর্ণে বিভক্ত।
প্রাচীর আর কাঁটাতারে ভিসা ও পাসপোর্ট ঝুলে;
– হিংসার আগুনে বন্দি বিবেক সভ্যতা।
সবুজ পৃথিবী ঘুরে ভিসামুক্ত মহাশূন্যে।
লেখক- আনম রফিকুর রশীদ
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।