মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর। তাঁরা শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান, তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এ বছরের শিক্ষক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’—যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের ১০০টি দেশে সঙ্গে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এ দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উপলক্ষে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতায় মমিনগঞ্জ কেরামতিয়া দাখিল মাদরাসা, কচাকাটা, নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস এর আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান জনাব আহাম্মদ হোসেন। তিনি বলেন, একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আসার আলো, যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্র-ছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান।
তিনি আরো বলেন, মহান বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য, শুন্য পদের ভিত্তিতে বদলি করণ ও শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ। তিনি বলেন, দীর্ঘদিন এমপিওভুক্তরা “জাতীয় করন” এর দাবি জানিয়ে আসছেন কিন্তু সবাই শুধু আশ্বাস দিয়ে আসছেন। বর্তমান সরকারের প্রতি তিনি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় করন করার দাবি জানান।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবতেদায়ী প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমির হোসেন, সহকারী শিক্ষক আবু সাঈদ আলম, সহকারী শিক্ষক মোঃ মাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, সহকারী শিক্ষক রুমি খাতুন, সহকারী শিক্ষক মোঃ হাছান আলী, সহকারী শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শামসুল আলম, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, আবুল খায়ের মোঃ রুহুল আমিন (এবতেদায়ী প্রদান শিক্ষক) মমিনগঞ্জ কেরামতিয়া দাখিল মাদরাসা।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)