ভ্রষ্ট নীতির ধ্বংস: সমাজ ও মানবতার আর্তনাদ

কবি মো. লতিফুর রহমানের “ভ্রষ্ট নীতির ধ্বংস” কবিতাটি বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় এবং মানবতার বিপর্যয়ের এক নির্মম চিত্র তুলে ধরেছে। কবিতাটিতে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা দুর্নীতি, স্বার্থপরতা এবং নীতিহীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
কবিতায় কবি ‘বোন আছিয়ার ক্রন্দসী’র মাধ্যমে সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের আর্তনাদ তুলে ধরেছেন। তিনি বলেন, বর্তমানে সবাই যেন স্বার্থের নেশায় মত্ত, সত্য ও ন্যায়বিচার যেন অন্ধ হয়ে গেছে। মানুষের বিবেক ও নীতিবোধ আজ বিলুপ্তপ্রায়, যার ফলে জাতি আজ এক গভীর শূন্যতায় নিমজ্জিত।
কবি তার কবিতায় স্বদেশকে ব্যথায় ভরা এবং দুর্নীতিতে নিমজ্জিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বর্তমানে স্বার্থ ছাড়া কেউ সত্য কথা বলে না, এবং এই ভ্রষ্ট নীতি মানবতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
কবিতায় কবির প্রশ্ন, “বিবেকের দুয়ার খুলবে কবে?” যেন সমাজের প্রতিটি বিবেকবান মানুষের কাছে এক গভীর জিজ্ঞাসা। তিনি বলেন, লোভের মোহান্তরের কারণে ভালো মানুষ আজ হারিয়ে যাচ্ছে।
ভ্রষ্ট নীতির ধ্বংস- মো. লতিফুর রহমান
ঐ দেখো, কথার জালে
স্বপ্নরা আজ বন্দী,
সহজ ভুলে, ব্যথার ছলে
বোন আছিয়ার ক্রন্দসী।
ইস্যুর নেশায় মত্ত সবাই
সত্য যেন অন্ধ,
বিবেক হারায়, নীতি হারায়
জাতি আজ নিঃস্ব রন্ধ্র।
স্বদেশ আমার, ব্যথায় ভরা
অপকর্মে সেরা,
সকল দেশের মাঝে যেন
অন্ধকারের ঘেরা।
স্বার্থ ছাড়া কেউ তো নয়
সত্য বলে কেউ না,
ভ্রষ্ট নীতি ধ্বংস আনে
নীরব মানবতা।
বিবেকের দুয়ার খুলবে কবে?
কে দেবে তার উত্তর?
ভালো মানুষ হারিয়ে গেছে
লোভের মোহান্তর।