বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদের পরিবারকে নগদ অর্থ ও রমজানের উপহার প্রদান

বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদের পরিবারকে নগদ অর্থ ও রমজানের উপহার প্রদান
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার নেত্রকোণার দুর্গাপুরে এই উপহার প্রদান করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাইফুল ইসলাম সেকুল, ওমর ফারুক, মাসুম বিল্লাহ এবং জাকির হোসেনের পরিবারের সদস্যদের চাল, ডাল, তেলসহ বিভিন্ন সামগ্রী ও নগদ দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহীদদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।
ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্যোগের জন্য শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া করেছেন।
দুর্গাপুর উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, এটি নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ, এমন কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল, সদস্য সচিব হিমেল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন হীরা, বিএনপি নেতা আজিজুর রহমান ফকির, আব্দুস সাত্তার, ইমরান হাসান রাকিব, সুমন মণ্ডল, মো. রতন মিয়া, বকুল সরকার, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম হাসান প্রমুখ।