ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ফিল্মি স্টাইলে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত অফিস কক্ষ ভাংচুর

Md Peyar Ali
ডিসেম্বর ৫, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ফিল্মি স্টাইলে লাণ্ঞ্ছিত অফিস কক্ষ ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে|শিক্ষক প্রতিনিধির আবুল কালাম আজাদের মিথ্যা বানোয়াট তথ্যের ভিত্তিতে নওরোজ কাওসার কানন
স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোকজন সিরাজুউদ্দোল্লাহ সিরু, ইস্তেখার আলী, সাবেক কমিশনার শেফাউর শেফা, হানিফ কাউন্টারের আলী, বিজয় রায়, সহ শতাধিক লোক বিদ্যালয়ের অফিস কক্ষে এসে প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা (ভারপ্রাপ্ত) এর উপর অতর্কিত
হামলা করে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবার হুমকি সহ অফিস কক্ষের টেবিল ভাঙচুর সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারি কাজে বাঁধা প্রদান করে।

বিভিন্ন শ্রেণীতে ভর্তি বিলম্বিত করায় মিথ্যা অভিযোগ তুলে গত রবিবার (৩ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটায়। সরজমিনে দেখা যায় , প্রায় ৭০/৮০ জন লোক একত্রিত হলে আলোচনার এক পর্যায়ে নওরোজ কাওসার কানন অত্যন্ত উত্তেজিত ও মারমুখী হয়ে স্কুলের অফিস কক্ষ ভাংচুর করে, প্রধান শিক্ষক কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত করেন। একপর্যায়ে প্রধান শিক্ষক উপায় না দেখে ৯৯৯ এ ফোন করে সাহায্য প্রার্থনা করে। উত্তেজনা সৃষ্টি হলে প্রধান শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও সহকারী শিক্ষা অফিসার জনাব ঘ্যানেশ্যাম রায় ঘটনা স্থলে আসেন।

ছেলিমা ছিদ্দিকার জানান- আমি মডেল স্কুলের শিক্ষার মান বৃদ্ধির সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষক মডেল স্কুলে প্রাইভেট পড়ানোকেই মুল এজেন্ডা মনে করছেন এবং ছাত্র চাত্রীসহ অভিভাবকদেরও নিজ স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়তে বাধ্য করাচ্ছেন যার ফলে মডেল স্কুলের শিক্ষার মান কমে যাচ্ছে |

ঘটনার পরের দিন প্রধান শিক্ষিকা  রানীশংকৈল থানায় জিডি করেন যার নাম্বার ১৮৭ |

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন—আমি বাকবিতণ্ডার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষ ভাঙচুরের চিত্র দেখে পরিবেশ শান্ত করি–শিক্ষা অফিসারের সাথে কথা বলে ভর্তির বিষয়টি সমাধান করা হবে এবং শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয় টি সুষ্ঠু সমাধান করা হবে।।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x