ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কচাকাটায় বিক্ষোভ-সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের কচাকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর কচাকাটা থানা সকল সর্বসাধারণ মানুষের ব্যানারে এ বিক্ষোভ হয়।
মিছিলটি কচাকাটা বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচাকাটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।
বক্তারা আরো বলেন, ইসরায়েলের সকল পণ্য আমদানি না করার জন্য বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং বাংলাদেশের জনগণকে ইসরায়েলের সকল পণ্য ব্যবহার বর্জন করার আহ্বান জানান।