পটুয়াখালী সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

পটুয়াখালী সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত। ছবি সংগৃহীত
পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাংলাবাজার এলাকায় দশমিনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাহাদুর আলম (৫২) উপজেলার সবুজবাগ এলাকার আলহাজ্ব আলাউদ্দিন মাস্টারের ছেলে। তিনি বিজিবি থেকে অবসর গ্রহণের পর ঠিকাদারিসহ উপজেলা সদরে নির্মাণ সামগ্রীর ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুর আলম বাউফলে একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেল চালিয়ে দশমিনায় ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে জেলার দুমকি এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।