ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

নোয়াখালীতে ডিজিটার নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জুন) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডা. এমরান হোসেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত আইনুল হকের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির ঘটনায় জডিত ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কটূক্তির মুলহোতা রহমান চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী সে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইবিসি/ আর টি

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x