নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামরহাট উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। দুপুরে উপজেলার বিকন্দখাস গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গাজা
আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিকন্দ খাস গ্রামের মৃত অমশের আলির ছেলে হামিদুর রহমান (৬০)। ধামরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তি তার নিজ বাড়ি থেকে সঙ্গী ফোর্স নিয়ে গাজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি সাদা বস্তায় সাড়ে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।