জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র টহল দলের অভিযানে মিয়ানমারের তৈরী আমদানী নিষিদ্ধ খাদ্যপণ্যসহ এক চোরাকারবারী কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ৬ জানুয়ারী বিকালে দিকে ঘুমধুমের কচুবনিয়া প্রাইমারী স্কুলের সামনের সড়ক থেকে মোটর সাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তল্লাশী চালিয়ে ধৃতের হেফাজতে থাকা মিয়ানমারের তৈরী ৬০ ক্যান কমান্ডো কোমলপানীয়,৫৩ প্যাকেট ড্রিন্ক এনার্জি উদ্ধার করা হয়।ধৃত চোরাকারবারি ঘুমধুম ইউপির ১নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুলের পাহাড় পাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ ইউনুস(১৬)।এসময় একটি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ সোহাগ রানা। এসময় এসআই আল আমিনসহ সঙ্গী ফোর্স সাথে ছিলেন।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।