কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ার মিরপুরে ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ফুটবল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ইট প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক শাহিন আলী। এছাড়া সমিতির উপদেষ্টা এনামুল হক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি নুর ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সমিতির নেতৃবৃন্দ ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ইটভাটা বন্ধ না করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মিরপুর উপজেলায় ৩০টি ইটভাটায় প্রায় ১০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, যা প্রায় ৫০ হাজার মানুষের জীবিকার উৎস। তারা দাবি করেন, ২০১৩ ও ২০১৯ সালের আইনের ফলে ইটভাটা শিল্প ক্ষতির মুখে পড়ছে। ইটভাটা বন্ধ হলে মালিকরা ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং শ্রমিকরা বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হবেন।
সমিতির নেতৃবৃন্দ চলতি মৌসুমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ এবং পূর্বের আইন বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, খুলনা বিভাগীয় কমিশনার, কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।