কচাকাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের কচাকাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) কচাকাটা কলেজ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি জনাব মোঃ ফরিদুল ইসলাম এর সভাপত্বিতে ও সেক্রেটারি মোঃ কামরুজ্জামান -এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা শাখা, মোঃ নাজমুল আলম, অফিসার ইনচার্জ, কচাকাটা থানা, মোঃ আব্দুল বাতেন বিএসসি, উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা শাখা, মোঃ আতাউর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন, পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম উল্লেখ করে বলেন, রমজানের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের শ্রমিক-জনতা স্বাধীনতার সূর্য রচনা করেছে। স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড়ো অর্জন। এই অর্জনকে আরও সমৃদ্ধ করার জন্য এদেশের শ্রমজীবী মানুষরা দিনরাত অবিশ্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ তাদের পরিশ্রমের বদৌলতে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে মোঃ নাজমুল আলম (অফিসার ইনচার্জ, কচাকাটা থানা) বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত পারিশ্রমিক দাবি না করার জন্য আহবান জানান এবং অটোরিকশা, রিকশা ও ভ্যান শ্রমিকদের তিনি বলেন, অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার জন্য তারা যেন গভীর রাতে যান চলাচল না করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।