ওয়ারিয়র্স অব জুলাই : দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
ওয়ারিয়র্স অব জুলাই দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে সকল আহতদের নিয়ে দিনাজপুর শিশু একাডেমিতে একটি মতবিনিময় সভা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর থানার ওসি মো মতিউর রহমান, ওয়ারিয়র্স অব জুলাই এর সংগঠক আরিফ রেজা, ফরহাদ হোসেন আহবাহক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল ইসলাম আবির ও জুলাই বিপ্লবে আহতরা।
ওসি মতিউর রহমান বলেন আমি নিজেই জুলাই বিপ্লবে বিপ্লবে আহতদের খোঁজ খবর নিয়েছি ও বিভিন্ন হাসপাতালে থেকে তালিকা তৈরি করে পাঠিয়েছি।
সকল আহতদের চিকিৎসা বিষয়ে আলোচনা হয়েছে। তাদেরকে পূনর্বাসনের ব্যাবস্হা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জন্য তালিকা করা হয়েছে। এই প্রত্যেক আহতদের আর্থিক সহয়তা করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করা হয়েছে।