এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যারিস্টার কায়সার কামালের উপহার

দেশজুড়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নেত্রকোণার দুর্গাপুরে এবারের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে তাদের মধ্যে পরীক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুর্গাপুর উপজেলা,পৌর,কলেজ ও ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা বিভিন্ন স্কুলে গিয়ে এসব পরীক্ষা উপকরণ বিতরণ করেন। এসব উপকরণের মধ্যে ছিল কলম,স্কেল,পেন্সিল,ফাইল সহ বিভিন্ন সামগ্রী।
জানা গেছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের শিক্ষার্থীদের পাশে থাকার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেয়া হয়।
দুর্গাপুরের বিভিন্ন স্কুলে চারদিন ধরে পরীক্ষা সামগ্রী বিতরণের শেষ দিন ছিল বুধবার। এদিন উপজেলার কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন।
এই কর্মযজ্ঞে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন,যুগ্ন আহ্বায়ক সালমান মুক্তাদির,সদস্য সচিব নুরুজ্জামান জনি,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজাত আহমেদ, তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার শামীম,কলেজ ছাত্রদলের সদস্য মোঃ আরিফুল ইসলাম,মোঃ রুবেল হোসাইন,ছাত্রদলের কর্মী শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,আজকের শিক্ষার্থী আগামীর রাষ্ট্রের কর্ণধার। শিক্ষা মানুষের মেধাকে শাণিত করে,আলোকিত করে। শিক্ষার্থীরা তাদের জ্ঞানের মাধ্যমে দেশ ও সমাজকে উন্নত করে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের সঠিক প্রতিফলন জাতিকে পথ দেখায়। তাই শিক্ষার্থীরা একটি দেশের সম্পদ। এবারের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে আমরা পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করেছি। এটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ছাত্রদল সর্বদাই ছাত্রদের সুবিধা-অসুবিধা-সমস্যা-সম্ভাবনায় পাশে আছে,পাশে থাকবে।