এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদেরকে শিবিরের সংবর্ধনা
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ইসলামি ছাত্রশিবির কচাকাটা থানা শাখা।
মঙ্গলবার (২৯ জুলাই) থানা সভাপতি মাহমুদুন্নবী আতিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ শাহজালাল সবুজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মঈনুল ইসলাম ও কচাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির।
আরো উপস্থিত ছিলেন, কচাকাটা থানা শিবিরের সাবেক সভাপতি আলেফ উদ্দিন ও কামরুজ্জামান এবং আইডিয়াল স্কলার্স ফোরামের প্রতিনিধি রফিকুল ইসলাম পাইলট।
উল্লেখ্য যে, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমাংশে জুলাই স্মৃতি ডকুমেন্টারি প্রদর্শন ও প্রোগ্রামান্তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)