দিনাজপুর জেলার সদর থানায় মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মো মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ৯:৩৬ অপরাহ্ণ

দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে, দিনাজপুরের জেলার সদর থানার আয়োজনে জেলা পুলিশ সুপার থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন।
২৩ মার্চ বিকাল ৫টায় দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় সকল সদস্যের কাজে উৎসাহিত করেন এবং পবিত্র রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এরপর, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সবাই একত্রে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
তিনি এলাকার আইনশৃংখলা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সততা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। সভা শেষে সকলকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, দিনাজপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন