
মহেশখালীতে গৃহবধূ হত্যা, স্বামী আটক
মহেশখালীর হোয়ানক ইউনিয়নের জামালপাড়ায় সুমাইয়া তাবাসসুম (২০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী রমজান আলীকে ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন নিহতের বাবা হারুনুর রশিদ। তিনি এ ঘটনায় মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন রমজান আলী। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।