টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩, অপহৃত ব্যক্তি উদ্ধার

ওসমান/জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৭:১১ অপরাহ্ণ

টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩, অপহৃত ব্যক্তি উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ও পুলিশ। এসময় অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে নৌ-বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক তিনজন হলেন—হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, আলতাস ও মুজিব।

অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ব্যক্তি নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ। তিনি গত ৩ মার্চ কাজের সন্ধানে টেকনাফে আসেন। তবে স্থানীয় বাসিন্দা মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে চক্রটি শুভর পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযানের সময় হেলাল উদ্দিনের বাড়ি ও সংলগ্ন এলাকা তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন