কচুয়ায় রমজানে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ৪:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায়  সাচার বাজারে মাহে রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুরে সাচার বাজারে অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে ২টি মিষ্টি ও ১ মুদি দোকান ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমীর ঘোষের মিষ্টি দোকান ৫ হাজার টাকা, মহসিনের মিষ্টি দোকান ৫ হাজার ও বিল্লাল হোসেন মুদি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিরুল ইসলাম,উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর আহসান উল্লাহ, সাচার ইউনিয়নের ভুমি কর্মকর্তা ইমাম হোসেন, সাচার বাজার কমিটির সেক্রেটারি জিয়া উদ্দিন মজুমদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন