কুড়িগ্রামে পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ – মেয়ের

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ১০:১২ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কালীগঞ্জ ইউনিয়নে  মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবি এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত মেয়েকে শশুর বাড়ি থেকে নিজ বাড়িত এনে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে বাবা (কাশেম আলী) পালিয়ে যায়।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে শশুর বাড়ি থেকে নিজ বাড়িত এনে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়ে ছিলেন। আকুতি জানিয়ে বলেছিলেন, বাবা হয়ে আপনি কিভাবে আমার সঙ্গে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো। আমার সঙ্গে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কোন বাবা এমন জঘন্য কাজ করতে না পারে।

মানববন্ধনে বক্তব্য দেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। দ্রুত মামলা এবং আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

এবিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম  জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন