করোনাভাইরাসকে খতম করতে চীনে যাচ্ছেন রাখি!

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা যেন কমছেইনা বরং দ্রুত গতিতে বেড়েই চলেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯২ জনে দাঁড়িয়েছে। ছড়িয়ে পড়েছে ২০টি দেশে। এতে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার।

অবাক করার বিষয় হলো মরণঘাতী করোনাকে খতম করতে এবার চীনে চাচ্ছেন রাখি সাওয়ান্ত। এই ভাইরাসকে নির্মূল করে তবেই দেশে ফিরবেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও তে রাখি এ দাবি করেন।

ভিডিওতে দেখা যায় তিনি একটি বিমানে বসে আছেন। সেখানের আরো যাত্রীদের তিনি ভিডিওতে দেখান। আর সেই ভিডিওতে রাখি এই বার্তা দেন তার ভক্তদের।

এসময় তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ আমার জন্য প্রার্থনা করবেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চীন থেকে করোনা ভাইরাসকে খতম করে তিনি দেশে ফিরতে পারবো।

ভিডিওতে দাবি করে বলেন, নাসা থেকে বিশেষ মারণাস্ত্র তিনি নিয়ে এসেছি। সেই মারণাস্ত্র দিয়েই চিনের করোনা ভাইরাসকে খতম করা করবো।

২০১৯ সালে এনআরআই রিতেশ নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে দাবি করেন রাখি সাওয়ান্ত। তবে তিনি বিবাহিত বলে বার বার দাবি করলেও, স্বামী রিতেশের মুখ কখনো প্রকাশ্যে আনেননি। যা নিয়ে একাধিকবার বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় রাখিকে।