ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ঈশ্বরগঞ্জে মৃত মুরগির মাংস বিক্রির দায়ে আটক ২

স্টাফ রিপোর্টার
জুন ৮, ২০২৩ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজারে মৃত ব্রয়লার মুরগির মাংস বিক্রেতা হাবিব হাসান (২২) ও মো. হৃদয় (২২) নামে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা থেকে পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন পল্লব বৈশ্য বাজারে আসেন এবং বিষয়টি খতিয়ে দেখেন। তিনি পাত্রে সাজিয়ে রাখা মুরগির মাংস মানুষের খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রেতা হাবিব হাসান ও হৃদয়কে কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে মৃত ব্রয়লার মুরগির মাংস বিক্রির সময় বড় পাত্রে সাজিয়ে রাখা ও কাগজ দিয়ে মুড়িয়ে রাখা ৩৭ কেজি মাংস জব্দ করা হয়েছে। জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবারে বাজারে সাপ্তাহিক হাটের দিনে উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারের শুটকি মহালে এসব মৃত মুরগির মাংস জব্দ করা হয়। আটকের আগে আরও ৩৩ কেজি মাংস বিক্রি করেছে বলে জানিয়েছেন বিক্রেতা হাবিব হাসান।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবারে উচাখিলা বাজারের সাপ্তাহিক হাট ছিল। হাটের শুটকি মহালে ব্রয়লার মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিক্রি করছিলেন দুজন বিক্রেতা। এ সময় মাংস থেকে দুর্গন্ধ বের হতে থাকলে ক্রেতাদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে হাটের লোকজন বিক্রেতা হাবিব হাসান ও হৃদয়কে আটক করেন। এ বাজারে বিগত দুই মাস ধরে মুরগির মাংস বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিক্রেতা হাবিব হাসান বলেন, দেড় বছর ধরে আমি এ ব্যবসা করি। এই বাজারে দুই মাস যাবৎ বিক্রি করা শুরু করি। বিক্রেতা হাবিব হাসান তার ভুল স্বীকার করেন এবং সাজা পাওয়ার পরে আর কখনও মরা মুরগির মাংস বিক্রি করবেন না বলেও জানিয়েছেন।

হাটে আসা প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর বিক্রেতা এসব মুরগির মাংস কেটে পাত্রে সাজিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। কিন্তু মুরগিগুলো কখন কাটা হয়েছে বা আদৌ জীবিত মুরগি কাটা হয়েছে কি না, তা কেউ জানেন না।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, মাংস বিক্রেতার স্বীকারোক্তি পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এম এ এইচ/ ইবিসি

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x