ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

গাজিপুরে ভেজাল ও নকল শিশু খাদ্য এবং পানীয় উদ্ধার গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

গাজিপুর প্রতিনিধিঃ জিএমপি কর্তৃক বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশু খাদ্য এবং পানীয় উদ্ধার এবং চক্রের ১০ জন গ্রেপ্তার।
গত ২৮ শে মার্চ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অনুমোদনবিহীন শিশু খাদ্য তৈরীর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিএমপি পুলিশ সহযোগিতা করেন।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা ব্রিজ সংলগ্ন এ আর কনজ্যুমার লিমিটেড নামের একটি কারখানা অভিযান পরিচালনা করে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানাটির মালিক ও ০২ কর্মচারীকে গ্রেফতার করা হয়।
এছাড়া ঢাকাস্থ আমুলিয়া, বেরাইদ ও শনির আখড়া থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয় এবং মালিক, কেমিস্ট, ম্যানেজার ও কর্মচারী সর্বমোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মালামাল সমূহের মধ্যে ম্যাংগো জুস, অরেঞ্জ ও লিচি ড্রিংস, ক্যানডি, আচার, বিপুল পরিমাণ প্যাকেজিং লেবেল, বিপুল পরিমাণ খালি বয়াম ও জুস কন্টেইনার মেশিনারিজ, বিপুল পরিমাণ কেমিক্যাল ও প্রিজারভেটিভ কৃত্রিম রং ফ্লেভার খালি পলিব্যাগ।
ইবিসি/ আরএম

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x